হতাম আমি অচিন দেশের পাখি,
ডানা মেলে দিতাম পাড়ি সুখেরই আকাশে...
যদি তুমি রাখতে হাতে হাত -
প্রেম সাগরে দিতাম যে ডুব তোমায় ভালোবেসে।


হতে পারতাম রঙিন প্রজাপতি,
ছড়িয়ে দিতাম রঙের ডালা খানি...
যদি তুমি থাকতে আমার পাশে -
রঙের নেশায় উঠতো মেতে মোদের ভুবনখানি।


ভেবেছিলাম হব আমি রিম্ ঝিম্ ঝিম্ বৃষ্টি...
যদি তুমি থাকতে আমার সাথে,
জলনুপূরের ছলাৎ ছলাৎ তানে -
মগ্ন হতাম হাত রেখে ঐ হাতে।


রোদ্দুর হতে চেয়েছিল এই মন,
বিরহিনীর দহন জ্বালায় দগ্ধ হত হিয়া...
যদি তুমি রাখতে কাঁধে হাত -
পাড়ি দিতাম তোমার সাথে কাটিয়ে মোহমায়া।


ইচ্ছে ছিল হব আমি পাহাড়িয়া নদী,
স্রোতস্বিনীর স্রোতে মোরা ভাসব দুজনায়...
যদি তুমি থাকতে আমার কাছে -
মিলন হত মোহনাতে পূর্ণিমা সন্ধ্যায়।


হতে পারি আজও আমি সাতরঙা রামধনু,
যদি তুমি দাও গো সময় অল্প...
রঙিন আলোয় ভরিয়ে দেব প্রাণের আকাশটাকে -
লেখা হবে তোমার আমার নতুন প্রেমের গল্প।।


    ***********************