আমার কল্পনার রঙে রঙ মিশিয়ে -
    আমি তোমায় করেছি সৃষ্টি।
আমার মস্তিষ্কের প্রতিটি কোষে ছড়িয়ে আছো তুমি,
বিরাজ করছ -
    আমার হৃদয়ের প্রতিটি অনু-পরমাণুতে।
বাস্তবে তুমি আছো, না নেই!
এই নিয়ে প্রতিনিয়ত চলতে থাকে -
    আমার মনে তোমার অস্তিত্বের সংগ্রাম।
তোমার জীবন-মৃত্যু সবই আজ আমার হাতে।
তোমাকে ভাঙা - গড়ার খেলায় -
মেতে থাকি আমি আর আমার শিল্পী মন, সারাক্ষণ।
তোমাকে ছুঁতে চাওয়ার আকাঙ্ক্ষাকে -
    করেছি আমি দমন,
দু'চোখ ভরে তোমায় দেখার বাসনাকে -
    করেছি আমি বশ।
তোমাকে নিয়ে এক পৃথিবী লিখতে লিখতে -
    অগোচরে বেঁধেছি তাসের ঘর।
যখন খুশি ইচ্ছেডানায় ভর করে,
    উড়ে গেছি সেই দেশে -
যেখানে ভালোবাসার আকাশ কাঁদে পাগলপারা হয়ে,
         আর বৃষ্টিরা কথা বলে চুপিসারে।
সেইখানেতে চলতে থাকে আমার অভিসার -
               মরীচিকার টানে।
আর তুমি থেকে যাও -
    শুধুই আমার অনুভূতিতে,
আমার আপন মনের মাধুরী মেশানো -
         কল্পলোকের গল্পকথা হয়ে।।


         ******************