সেদিন ছিল বসন্তের এক আবির মাখা সন্ধ্যা,
     সে আবির রাঙিয়ে দিল আমার হৃদয় আকাশ;
ভাবনা জুড়ে ছিলে তখন তুমি শুধু তুমি,
     সাতরঙা ঐ রামধনু মন সে চিন্তনের প্রকাশ।
দিনের শেষে পাখিরা সব ফিরছে নিজ বাসায়,
     কখনও বা একলা চলা, কিংবা সদলবলে;
পুড়ছে এ মন, জ্বলছি আমি নিষিদ্ধতার ঘ্রাণে,
     কোথায় গেলে পাব তোমায়, দাও আমারে বলে।
তোমার আমার জীবনরেখা ছুটছে সমান্তরাল,
     মিলবে না যে কোনদিনই এই কথাটি সত্য;
পরশখানি নাই বা পেলেম, আছো মনের মাঝে,
     তোমার আমার গল্পকথা ভীষণ রকম ব্রাত্য।
ভীড়ের মাঝে একলা হওয়ার অনুভূতিই অন্য,
     ছোট্টো থেকে আমার প্রেমে হয়েছ যে বন্য;
তাইতো হাজার অবসাদেও মন ময়ূরী নাচে,
     ফাগুন রঙ লাগালে মনের আনাচে-কানাচে।
তোমার আমার বন্ধুত্ব ভীষণ রকম দামি,
     কেউ বোঝেনা কোন্ ঠিকানায় সূর্য অস্তগামী;
তুমি বলো নিখুঁত আমি, কিই বা তাতে হবে?
     এই জন্মে বন্ধু থেকো -
            এটুকুই থাক্ তবে!


    ------------------ X -----------------