আমার কলমের ধার আর শব্দের বাণে -
    প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে চলেছি তোমাকে,
তবুও তোমার হৃদয় থেকে -
    রক্তক্ষরণ হতে তো দেখি না কখনও?
তুমি কি আদৌ রক্ত-মাংসে গড়া একটি মানুষ?
নাকি, ভিন গ্রহ থেকে আসা -
    কোনও অদ্ভুত হৃদয়হীন এক জীব!
          তোমার কি কষ্ট হয় না?
          তোমার কি কান্না পায় না?
          তোমার কি বুক ফেটে যায় না যন্ত্রণাতে?
অভিমানে ভরা বিনিদ্র রাত্রিগুলোতে -
    তুমিও কি ছটফট করো ঠিক আমারই মতো?
দূরত্ব চাইলেই কি দূরে যাওয়া যায়!
ঘৃণা করতে চাইলেই কি ভালোবাসার মৃত্যু হয়!
          প্রেম যে অমর!
জীবনে প্রেম আসে উদ্দামতার সঙ্গে,
    ঠিক যেন পাড় ভাঙা ঢেউয়ের প্রবল উছ্বাস;
কিন্তু, হৃদয়ে প্রেম থেকে যায় চুপিসারে,
    মুখ থুবড়ে সে পড়ে থাকে নীরবে।
শত চেষ্টা করেও এই জটিল প্রেমকে -
          করা যায় না হৃদয় থেকে উৎখাত।
ঘাপটি মেরে সে বসে থাকে -
          কোনও এক গোপন হৃদ্-কুঠুরিতে।
শুধু থেকে যায় -
          কিছু না পাওয়ার অস্থিরতা,
থেকে যায় মায়ার আচ্ছাদন ;
আর থেকে যায় -
          কিছু নিরাশার অব্যক্ত ভাষা।।


   ----------------- X  --------------------