প্রেম হল একটি অনুভূতি,
প্রেম থাকে অনুভবে।
মানুষের মনে যদি থাকে প্রেম, তবে -
পাশে না থেকেও তার পাশে থাকা যায়,
কাছে না থেকেও তার কাছে আসা যায়,
অনেকটা দূরত্বে দাঁড়িয়ে থেকেও -
তার স্পর্শ না পেয়েও তাকে ছুঁতে পারা যায়,
চোখ বন্ধ করে অনুভব করা যায় -
তার নিঃশ্বাসের উষ্ণ উত্তাপ,
তার গায়ের খুব চেনা সেই গন্ধ;
অথবা শুনতে পাওয়া যায় -
দুষ্টুমিতে ভরা তার চুপিসারে পায়ের শব্দ খানি।
এক বুক ভালবাসা নিয়ে,
পাহাড়ের কোলে দাঁড়িয়ে তার নামটি ধরে ডাকলে -
যেমন ফিরে আসে সেই শব্দ প্রতিধ্বনিত হয়ে,
প্রেম হল ঠিক তেমনই।
যতো দৃঢ়ভাবে তুমি তাকে বাঁধবে,
সেও ধরা দেবে তোমার অনুভবে -
ঠিক ততোটাই গভীরতার সঙ্গে।
তার অনুপস্থিতিতে -
মাঝে মাঝেই খুঁজে পাবে ভীড়ের মাঝে সেই চেনা মুখ,
মাঝে মাঝেই শুনতে পাবে তার দেওয়া আদরের সেই ডাকনাম,
মাঝে মাঝেই অনুভূত হবে তার স্পর্শ,
তার দুষ্টু-মিষ্টি ছোঁয়া।
          প্রেম হল বড়ই সঙ্গীন।
          অনুভবে প্রগাঢ়ভাবে তার বাস,
          কারও কাছে খুবই সহজ কাজ -
          আবার কারও কাছে তা বড্ড কঠিন।।


   ------------------- X --------------------