শব্দদের ভারাক্রান্তে -
আজ বড় ক্লান্ত আমার মন।
অনেক কিছুই ছিল বলার বাকি,
কথাগুলো একটু এলোমেলো।
গলার কাছে অব্যক্ত কথাদের মিছিল -
তিক্ত একটা স্বাদ আনে আলজিভে।
ভেবেছিলাম ,
তুমি ঠিকই শুনতে পাবে -
আমার না বলা কথাদের কলরব,
সাজিয়ে নেবে নিজের মতোন করে।
কিন্তু হায়!
চূড়ান্ত প্রেমের পরাকাষ্ঠা তুমি ও তোমার অবুঝ মন -
বুঝেও যে বুঝলে না আমার মৌনতার কারণ।
শ্রান্ত আমি, যখনই খুলেছি দু'ঠোঁট -
চুপকথারা ঝাঁপ দিয়েছে সময়ের অতল জলে।
এতো কাছে থেকেও শুনতে পাওনি তুমি সেই ডুব সাঁতারের শব্দ!
অব্যক্ত কথারা থেকে যায় শুধু -
তোমার আমার স্বগতোক্তি হয়ে।।


        *****************