উদাসী হাওয়ার পথের বাঁকে -
    আমার পাগল এ মন হয়েছে নিখোঁজ।
এদিক পানে ছুটি -
    আমি ওদিক পানে ধাই,
সীমানা বিহীন তেপান্তরে -
    আমি যে আজ পথভোলা এক পথিক হতে চাই।
তরুছায়া তলে আনমনা হয় -
    দিশাহারা মোর মন,
পথ পানে চেয়ে বসে আছে আজ -
    শ্রান্ত এ দুটি নয়ন।
ফুলের গন্ধে মাতোয়ারা হিয়া -
    পাই মুক্তির ঘ্রাণ,
পথের প্রান্তে কারো পদধ্বনি শুনিতে না চাহে কান।
একা এবং একলা চলায় ভালো লাগার আবেশে -
    ভোরের সূর্য নিচ্ছে বিদায় চন্দ্র-তারার দেশে।
তুলসী তলায় জ্বলিছে প্রদীপ -
    দূরে কোথা শুনি ধ্বনি বাঁশরীর,
আলেয়ার আলো দেখাচ্ছে পথ -
    সময় হয়েছে ফিরিবার।।


    ****************