আকাশ জুড়ে মেঘের খেলা
মেঘের নিচে শহরতলী,
বৃষ্টি ভেজা বিকেলটাতে
ভিজছে মনের অলিগলি।

মেঘের খামে উড়োচিঠি
চিঠির ওপর ধূসর মলাট,
একটু প্রেমের ছড়াছড়ি
মেঘ বৃষ্টির এ তল্লাট।

গুঁড়িগুঁড়ি বৃষ্টির বিকেল
আর প্রেমের মিষ্টি গান,
এই শ্রাবণে আমি যেনো
এক নতুন অন্ত প্রাণ।