অতঃপর তুমি জন্ম নিলে
আরেক মৃত্যুর জন্ম দিয়ে।
অথচ কেউ অপেক্ষা করেনি তোমার জন্য
উঁচু পাহাড়, হলুদ ধান, সুস্থির স্থাপনাগুলো
এমনকি প্রসব যন্ত্রণায় কাতর স্নিগ্ধ পারিজাতগুলোও।


জীর্ণকায় কুঁড়েঘরে লতাপাতা গজিয়ে ওঠা গর্তে
ব্যাঙেরা হর্ষধ্বনি করে
তোমার জন্মের আনন্দে।
বাম হাতের তালুতে মস্তিষ্কের উর্বর অঞ্চল
যেখানে আছে বহু আলোকবর্ষের হাহাকার
কয়েকটি নির্দোষ সমুদ্রের অমানবিক হত্যা
এবং প্রতিবাদের পাণ্ডুলিপি...


তুমি হেঁটে যাও এপিটাফহীন বিস্মৃত কবরে
পড়ে ফেলো দ্রুত তাঁদের নীরব ভাষা, শোষণের ইতিহাস।


আয়োজনের ব্যস্ততা নিয়ে চলছে পাহাড়, ধান,
ঝর্ণা, আকাশ আর দ্রোহ
সামনে তুমি- পেছনে কচি কিশোর যৌবন।