রক্তে আমার বিষ বুঝি?
তাই আর আমায় না চাও!
আমার শরীর কলঙ্কিত?
তাইতো ছোঁয়া বাঁচাও!
প্রেমের জোয়ার কোন দিশাতে-
তোমার ছবি আঁকি?
ঠুনকো ছিলো বোধহয় বাঁধন-
তাইতো দিলে ফাঁকি!
অলীক স্বপন মিছেই বোনা-
তাসের সে ঘর ঘিরে!
উজান তরী ফিরবে কি আর-
আহত অশ্রু নীরে?
সুনীল ঢেউয়ে দিশেহারা-
পথের দেখা না পাই।
মনের ডিঙা ফিরতে না চায়-
কোন তীরে তা বাঁচাই?
বেশ আছি আজ একা একা-
সুনীল ঢেউয়ের বুকে।
দু'দণ্ড শান্তিতো থাক-
কাজ নেইকো সুখে!