পারবে কোনওদিন আমাকে
আমার মতই বুঝতে?
আমার সমস্ত ব্যর্থতা,
কামোনা, ক্রোধ এর তীব্রতা,
অবুঝ জেদ আর আক্রোশ।
পাওয়া না পাওয়ার হিসেব
আর অর্থহীন আফসোস
কিছু বোকাবোকা,
ঘ্যানঘ্যানে আমি,
রাত জাগা, না ঘুমাতে দেওয়া আমি...
সাহস করে, বুক চিতিয়ে,
বেঅাব্রু আমি,
পারবো তোমায় চেনাতে?
আবোলতাবোল বকতে থাকা
বদ্ধ পাগল আমি।
সব কিছু ভুলে
পরম সোহাগে তোমায় নিয়ে
আদিখ্যেতার আমি...
ধারনা বলে আমায়
সেভাবে কেউ চেনে না।
বিশ্বাস করতে চাই
আমি আসলে ভুল।
আমার এ মন বোঝানো
রাগ ভোলানো কথা
হবে কোনওদিন সত্যি?
পারবো কোনওদিন আমাকে
আমার মত করে বোঝাতে?
নিজের পুরোটা না দিলে
তোমায় চিনবো কি করে আমি?