একটা অন্ধ মাছি
উড়ছে আমার ঘরে
গায়ে এসে পড়ছে খালি
একটু পরে পরে
যতই ওকে তাড়াই
ফিরে আসে আবার
এরম করে জ্বালালে তোকে
করে দেবো সাবাড়


রাত হয়েছে তাই বলছি
চুপ করে থাক শুয়ে
আলতো করে ধরে
তোকে বেসিনে নেবো ধুয়ে
খুব বেড়েছিস তাইনা রে
তুই আয়না এবার কাছে
কষে থাবড়া খেলে  
কেমন ভুত ভবিষ্যৎ নাচে


নোংরা মাছি বিশ্রী মাছি
গন্ধ জাগায় থাকিস
যত্ত বাজে খাবারে
ওই ছ'টা পা রাখিস
কালচে মতো দেহ
তোর মোটকা দুটো চোখ
আমার বাড়ি ছেড়ে
তুই পাশের বাড়ি ঢোক।।