একটা লালচে মেয়ে
কাশ ফুলেতে মোড়া
একটা ছেলে লাটাই হাতে
ঘুড়ি দিগন্ত জোরা
একটা নীলচে মেঘ
কেমন সারা আকাশে ভাসে
সবুজ রাতের খয়রি চাঁদ
শুধু আপন মনে হাসে
একটা বাদামি আলো
আমায় পাগল করে টানে
কমলা রঙের মাঠ পেরিয়ে
কি আছে কে জানে
একটা হলদে ঘোড়া
আকাশ পানে ছোটে
বেগুনি রঙের ঘাস
মাড়িয়ে উড়ছে আপন পথে
একটা সোনালী হরিণ
ভাসছে তিড়িং বিড়িং
অর্থহীনে হারিয়েছে আজ
মনের গঙ্গা ফড়িং ||