একটা আকাশ ছিল নরম সূর্যের পালক ওমে
আকাশগঙ্গা বেয়ে স্বপ্ন আসতো গভীর ঘুমে।
একটা চাঁদ ছিল ইলিশমাছের রুপোলি ঝিলিক
রাত জাগা প্রহরগুলো সত্যি? না কি অলীক!
বুকের মধ্যে ডানা ছটপটে পাখিদের মুক্তি
নীল আকাশে স্বাধীন উড়ান— এইটাই চুক্তি।
মেঘে মেঘে বেলা তখন উনিশ থেকে বিশ
চোখ মেললেই মন বলতো, জন্মেছি ভাগ্যিস!
ছাইরঙা মেঘ হঠাৎ কখন আকাশ করল বন্দী
বৃষ্টিজলে ভাসিয়ে দিতে ভালোবাসায় মন দি।