বঙ্গোপসাগরে সেদিন ঢেউ যেন পাহাড়চূড়ো
প্রকৃতির ভীষণ মনখারাপ, বাজছে বেসুরো
বাতাস বইছে শনশন, আকাশের মুখ ভার
সমুদ্রগর্জনে কান পাতা দায়, শুনশান চারিধার।


এমন সময়ে সেই নারী সাগরের দিকে, পায়ে ঢেউ
তীরে বসে হতবাক অনেকে, নিষেধ করছে কেউ


কোমরে ছোবল মারছে সেই ফেনিল জলরাশি
দু'হাত আকাশে ছড়িয়ে 'তোমাকে ভালবাসি'
চীৎকার করে বলল নারী। সেই মুহূর্তে থেমে
গেল উথালপাথাল ঢেউ, সাগরের বুকে নেমে
এসে আকাশ এঁকে দিল দীর্ঘ চুমু, ঝলমলিয়ে
উঠল সূর্য , সাগরের হাঁকডাক দিগন্তে মিলিয়ে
গেল। শান্ত গভীর ঢেউ-এ ঢেউ-এ সে অমোঘ
উচ্চারণ, অন্তরা থেকে সঞ্চারী হয়ে আভোগ
যেমন, পৌঁছে গেল আরব সাগরের পথ ধরে
তৃষ্ণার্ত সেই পুরুষের কাছে, উপসাগরের পারে।