বছর ফিরে আবার এর
সেই মেলার দিন।
গ্রামের মাঝে , মাঠের ধারে
বসবে মেলা সেই।
আসবে গায়ক,গাইবে বাউল
দেখবে সবাই মিলে
করবে মজা মানুষজন
বাউল গানের তালে।
শীতের কাঁথা ফেলে দিয়ে
মানুষ আসে দৌড়ে দৌড়ে
দেখবে মেলা, করবে ভিড়
দোকানগুলির‌ কাছে।
মনে উচ্ছ্বাস , প্রাণে খুশি
সাথে থাকে সুখের হাসি
নাকে আসে পাঁপড়-তেলের বাজার ঘ্রাণ,
দোকানে দোকানে জিলিপি খাওয়ায় ধুম।
ইচ্ছে আছে যেতে মেলায়, তবুও কী?
যেতে পারা যায়,
এমন প্রশ্নের উত্তর দেবে
আমার পাঠকবৃন্দ-ভাই।
সঞ্জীব মল্লিক
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মল্লিকডিহি