একটা ছবি,
যে পাল্টে দিল
এক পাগলের জীবনের আশা।
সঙ্গে ছিল ভাষা, হারিয়ে ফেলল দিশা
পড়ে রইলো শুধু একরাশ নিরাশা।


  ছিল এক স্বপ্ন,
স্বপ্নে ছিল এক আকুল ইচ্ছা,
ভেবেছিল;হবে স্বপ্নের এক রঙীন শয্যা,
বাস্তবে হল উল্টো।

   আজ, স্বপ্ন
ভাঙা কাঁচের মতো
হৃদয়ের কোঠর থেকে
টুকরো টুকরো হয়ে
পড়ে আছে বালীময় ভূমিতে।


গোলাপের কাঁটা আজ
বিঁধেছে তার হৃদয়ে।
চেয়েছিল গোলাপের সুমিষ্ট মাধুর্য,
পেল আজ গোলাপের দেওয়া অতিকষ্ট।


ভাঙা হৃদয়ের মাঝে তবু রয়ে যায় স্মৃতি
অনন্তকালব্যাপী জন্মরত জীবনে।।

সঞ্জীব মল্লিক
    ‌‌‌‌‌‌‌‌‌মল্লিকডিহি
SM