ভালোবাসা, সেটা একতরফা বা উভয়পক্ষেরই হোক না কেন, সেটা এক হৃদয়স্ফূটিত ভালোবাসা।
হয়তো একতরফা ভালোবাসায় কষ্ট পায় একজন, আর একজনের সেই ভালোবাসাকে ঢং, অভিনয় বা লোকদেখানো হিসেবে মনে হয়।
ভালোবাসতে পারো বা নাই পারো , অন্তত কারো ভালোবাসাকে এইভাবে অপমান করা ঠিক নয় ।
সবার ভালোবাসাই হৃদয়াগামী ।
জীবনে যেমন টাকা-পয়সার প্রয়োজন আছে , ঠিক তেমনি একে অপরের প্রতি বিশ্বাস অর্থাৎ ভালোবাসারও প্রয়োজন আছে ।
প্রচুর টাকাপয়সা না থাকলেও জীবনে শুধুমাত্র ভালোবাসার জোরে জীবনে সুখে-শান্তিতে থাকা সম্ভব ।
কিন্তু প্রচুর টাকা -পয়সার অধিকারী অথচ একবিন্দু ভালোবাসা আর একটুখানি বিশ্বাস না থাকলে জীবনে শান্তি অর্থাৎ সুখে থাকা যায় না,সেখানে যতই অর্থের প্রাচুর্য থাকুক।
তাই ভালোবাসতে না পারিলে ,যতই তাকে পৃথিবীর সবার থেকে বেশি অপছন্দ করো , কখনও কারো মনের হৃদয়ে গড়ে ওঠা স্বপ্নের ভালবাসাকে এভাবে অপমান করা একদমই ঠিক না ।
তোমার কাছে তোমার ভালোবাসা যেমন বিশুদ্ধ, পবিত্র ও উদার , ঠিক তেমনি তোমার প্রতি  তারও ভালোবাসা বিশুদ্ধ, পবিত্র ও উদার ।
হয়তো মানুষভেদে  ভালোলাগা ভালোবাসার মানুষগুলো ভিন্নভিন্ন ।