গরমের ছুটি,
দেখতে দেখতে আছে আর দিন দুটি।
সারা মাস কি দুঃসহ গরম
আহা- উহু কি যে কষ্টের চরম।
মাঠের দিকে তাকালে মনে হয় মরীচিকা
রাত দিন সমান কত যেন বিভীষিকা।
মাঝে মাঝে বিকেলে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি
আমাদের মত কচিকাঁচাদের ফুটবলের দিকে ছিল দৃষ্টি।
জলে ভিজে ফুটবল খেলা ছিল সে কি মজা
পিতা মাতা কত যে দিয়েছিল সাজা।
পড়াশোনা নেই শুধু পথ চলা
সকাল, দুপুর, সন্ধ্যা বন্ধুদের কত ভাবনা বলা।
বসে বসে লিখি বন্ধুদের কাছে চিঠি
সারা মাস কিভাবে কাটল গরমের ছুটি।
শৈশবের স্মৃতি হয়ে থাকে সেটি
এটাই ছিল গরমের ছুটি।