ইচ্ছে ছিল
স্কুল ফিরে ফুটবল নিয়ে খেলব।
ইচ্ছে ছিল
বড়দের মতো জলে নেমে সাঁতার কাটবো।
ইচ্ছে ছিল
ঐ...দিগন্তের শেষে অজানা দেশগুলো দেখব।
ইচ্ছে ছিল
আকাশে শুভ্র মেঘের মতো
নীল সাগরে ভেসে বেড়াবো।
ইচ্ছে ছিল
প্রেয়সীর হাতে হাত রেখে মনের কথা বলবো
ইচ্ছে ছিল
ডাক্তার হয়ে গরিব মানুষকে সেবা করব।
ধীরে ধীরে ইচ্ছে গুলো
স্বপ্ন হয়ে গেছে।
জীবন সাগর পাড়ি দিয়ে
নিজে নিজেই ডুবেছে।
ভাবনা গুলো ভেবে শুধু
ইচ্ছে গুলো মরেছে।
জীবন যাত্রার পথিক হয়েই
স্বপ্নগুলো শুধু দেখেছে।