মেঘলা আকাশে নিঝুম বাতাসে
চাষীরা তারা কোদাল কাঁধে কাজ নিয়ে আসে।
ধীরে ধীরে মাঠে ছোট ছোট ধান গাছে
ভরে যায় তাদের হাতের বুনন পাশে।
আকাশের ঘোর খানি, বিদ্যুতের চমকানি
মাঝে মাঝে শোনা যায় বজ্রপাতের ধমকানি।
সবকিছু উপেক্ষা করে তারা যে কাজ করে
সোনালী ধান পাবে, আগামী দিন মন ভরে।।