শুধু মনে পড়ে তারে
সকাল হলেই ছুটতাম যার দ্বারে।
গুটিগুটি পায়ে বন্ধুরা আসতো ক্লাসের ঘরে
শিক্ষক ক্লাসে নেই তাই কত হাসাহাসি প্রাণ ভরে।
এমনই ভাবে কত বছর গিয়েছিল কেটে
সময় এলো আসবো না আর কভু এখানে হেঁটে।
হাত বাড়ালাম, বন্ধুরা এল ছলছল চোখে
মনে রাখিস, ভালো থাকিস, কত না কথা গেল রেখে।
আছি ভালো রেখেছি মনে সেগুলি শুধু স্বপনে
একাকীত্ব এই অবসরে পড়ে শুধু তার মনে।
যখনই হয়ে যায় বন্ধুদের চোখাচোখি আর দেখা
কত কথা বলি আর গল্প করি সেই দিনের শিক্ষা।
দুরু দুরু বুকে স্বপনের সুখে ছুটে বেড়ায় শৈশব
মাথা উঁচু করে  আছে দাঁড়িয়ে সেই স্কুল, মোদের গৌরব ।