আজ আছি বসে-
বারে বারে মনে পড়ছে তারে।
কত কথা ছিল-
সকাল, রাত, দিন, দুপুর, সময় নাই যারে,
শুধু তারে বলেছি-
অবুঝের মত কত কথা শুনেছি তারে।
আজ বারে বারে তারে মনে পড়ছে,
এখনো অনেক কথা বলা হয়নি-
পরে তা জেনেছি।
না বলা কথাগুলো-
যেগুলো হয়নি তখন তারে বলা-
সেগুলি আজ সাজিয়ে সাজিয়ে
স্মৃতির মালা করে
মোর গলে পরেছি।


আছি বসে-
সেকি এসে বসিবে মোর পাশে।
শত কথা, জমানো ব্যথা-
লেখা আছে স্মৃতির পাতায়।
সেগুলো দেখিয়া মনে পড়িবে কি,
প্রথম দিনের কথা।
পিতা-মাতার স্নেহ, ভালবাসার প্রীতি,
পাঠশালার প্রথম দিনের স্মৃতি।
দাদু-দিদার দেওয়া বড় হওয়ার নীতি,
গুরুজনের আদেশ উপদেশের ভীতি।
চাকরি জীবনে প্রথম দিনের খুশি,
অবসরের শেষ দিনের নিশি।
সব, সবগুলি হৃদয়ের পাতায়,
থরে থরে সাজানো আছে স্মৃতির খাতায়।