তুমি নেই তাই,
বাগানে ফোটা হাসনাহেনা মল্লিকা জুই,
সকাল, সন্ধ্যা, দুপুর, সুভাষ ছড়ায় না তো কেউই।
তুমি নেই তাই,
বকুলতলায় প্রেমিক যুগল দোলায়
গান করে না তো আর দুপুর বেলায়।
তুমি নেই তাই,
জোৎসনা রাতে সান বাঁধানো ঘাটে বসে,
গোলা ছাড়িয়ে গল্প করে না-কখন সে আসে।
তুমি এসেছ তাই,
যৌবনেরই বাসনা প্রেমিক পিছন ফিরে ফিরে আসে
জীবনযাত্রার প্রতীক হয়ে হাটে, সংসারের পাশে পাশে।।