অদ্ভুদ এক ছেলে
বসে আছে গাছের ডালে
দিনের বেলা ঘুমায় সে
রাতের বেলা জাগে


গোফ তার লম্বা লম্বা
দাড়ি হলো খাটো
সেই ছেলেটিকে দেখতে
সাইজে একটু ছোট


ক্ষিদে পেলে সে
পানি খায় চিবিয়ে
বইটা পরে সে
আলোটা নিবিয়ে


গ্রাম থেকে একের পর এক
নিখোঁজ হচ্ছে লোক
প্রত্যেক বাড়িতে পরেছে
কান্নার রোল


সেই ছেলেটি ধরতে লোক
বিচিয়েছে জাল
এই খবরটি বের করতে করতে
পুলিশ নাজেহাল


হঠাৎ একদিন জানা গেল
মানুষ তো নয় সে ভূতেদের ‍রাজা
এই খবরটি পেয়ে পুলিশি
শিগ্রই এলো তারা


পুলিশ বলে ভূতকে
চলে যা এই গ্রাম ছেড়ে
ভূত বলে পুলিশকে
যাব না এই গ্রাম ছেড়ে


তারপর একদিন বিখ্যাত কবিরাজ
এলো যে গ্রামে
সেই কবিরাজ এসে
ভূতকে সরালো গ্রাম থেকে