শরতের আকাশ তো হবে নির্মলা
সাদা মেঘের ভেলায় থাকবে কাশফুল দোলা
হেমন্তের শুরুতে হবে নরম রোদ মোহময়ী
কেন বইছে পশ্চিম কোণের বাতাস, উত্তরায়ণে রবি?


দেশের আকাশে কালো মেঘের ঘনঘটা
উৎকণ্ঠায় থাকি সর্বক্ষণ ঝড়ের প্রতীক্ষা
সর্বস্ব হারানোর ভয়ে
গরিব দিনমজুর জমানো ভান্ডারে চেয়ে
ক্রন্দনরত  শিশু  পিপাসার্ত  চোখে, মুমূর্ষ হতে থাকে।


অত্যাসন্ন ঝড়ের প্রবল বিস্তার জনিত শঙ্কায়  
অথবা শেষ হতে নতুন শুরুর প্রত্যাশায়
জেগে ছিলাম, জেগে আছি অথবা থাকব দুরাশায়