শ্রাবণ অন্ধকারে বসি পূর্ণিমার চাঁদ খুঁজি
বৃষ্টিস্নাত রাজ পথে সহস্র নরনারী।


নিজের ভবিষ্যৎ খোঁজে  অমাবস্যা রাতে
আলোক বিহীন অন্ধকারে  স্লোগানে ঝড় তুলে।


কোন অলকার মন্ত্রদাতা দেবী বিলাবে সেই আশা
মূক, বধির নির্যাতিত মনে  ফিরিয়ে দেবে ভাষা।


নিজেকে খোঁজা নিজেকে চেনা  আজ শপথের দিন
প্লাবন মুখর শ্রাবণ রাতে    হোক অশুভ লীন।