শিশির ভেজা ভোরে কুয়াশায় ঢাকা মন
কুল হারা সাগরে হৃদয় মেঘে শ্রাবণ
আমারে চাও না তুমি আজ
নতুন মানুষে গড়বে নতুন সমাজ
নতুন বাতাসে মুছবে বিষাক্ত নিঃশ্বাস
শিশির ভেজা ভোরে হাওয়ায় হাত পাতি
তরল সোনার নদী ফিরিয়া যায় চলি।