কাল রাতে স্বপ্নে পেয়েছি
একটি স্বপ্নাদ্য সংখ্যা ৯০৭,
অনেক গণিত কষে দেখলাম,
এটি একটি মৌলিক সংখ্যা।
ঠিক যেমন কিছু মৌল ব্যবধান আছে,
তোমার সাথে অন্য সব নারীদের।
জাদুকরের মায়াবী লকেটের মত
সংখ্যাটি দলে সারাক্ষণ আমার দৃষ্টিপথে।
আর আমার মনের ভিতর
জেগে ওঠে স্বপ্নের এক জগৎ।
আমার একলা ঘরে কেমন করে যেন
চারিদিকে গোলাপের বাগান ভরে যায়।
পাখিরা আনন্দে গান গাইতে থাকে,
আমার বসার চেয়ার যেন হয়ে ওঠে সিংহাসন।
আমি মুগ্ধ হয়ে বসে থাকি আর
তোমার ঐ অবিস্মরণীয় হাসি মরীচিকা হয়ে
আমায় ডাকতে থাকে বারংবার।
আমি নিজেকেই প্রশ্ন করি, কি কর্তব্য আমার।
ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরে
বাঁচার চেষ্টা করে, ঠিক তেমনি করেই
এক স্বপ্নাদিস্ট পুরুষের মত হয়ে
হাত বাড়ায় আমি সংখ্যাটির দিকে।
৯০৭, তুমি ফিরে এস আমার জাগরণে,
আমার জীবনে একমাত্র নারী হয়ে,
আমার এই ভাঙাচোরা হৃদয়ের মাঝে।