আজ এই বর্ষার রাতে আমি ডুব দিয়েছি
নিজের মধ্যে শুধু একটা কবিতার জন্য।
বাইরে বৃষ্টিতে সবকিছু ধূসর হয়ে আছে,
পৃথিবীর সবাই যখন ঘুমের মখমলে ডুবে আছে
তখন আমি কিছু শব্দ খুঁজে বেড়াচ্ছি,
যেমন করে সমুদ্রের মধ্যে নাবিক
খুঁজে বেড়াই তার কাঙ্খিত বন্দর।
জানিনা আমার মত আর কেউ
কোথাও কোন কারণে জেগে আছে কিনা,
অনেক অনেক রাত নিদ্রাহীন থেকেও
আমার প্রকৃত সন্ধান জেগে আছে এখনও।
এত রাত ধরে কবিতা লেখার পরেও
সৃজনের ক্ষুধায় আমি কাতর হয়ে থাকি।
জানিনা, কি হয়, কি হবে,
শুধু সারি সারি শব্দ অপচয় করে,
আমি তো অমরতা চাই শুধু তোমার কাছেই।
দিয়েছি আমার সবকিছু উজাড় করে,
জানিনা তার কিছু কি গৃহীত হবে তোমার কাছে?
নাকি হেলায় কলঙ্ক ভরে
লুটিয়ে পড়ে থাকবে ধুলোয়।