আজ এই রাতে নক্ষত্রভরা আকাশে
কেন যেন শান্তির অনুভব মনে আসে,
অন্ধকারে দু চোখ বন্ধ করে বসে থাকি আর
আনমনে শব্দের আনাগোনা চলতে থাকে মনে।
কিন্তু কিছুতেই বাক্যবন্ধ তৈরি করতে পারি না,
এলোমেলো পায়চারি করতে থাকি
আর ভাবি আজ তুমি নেই বলে কি কবিতাও
আমায় ত্যাগ করেছে শেষ পর্যন্ত্য।
অথচ এখনও তো অনেকে আমার কবিতা
ভালোবাসে, জানিনা তারা বুঝে বা না বুঝে
আমার কবিতার প্রশংসা করে,
অথবা অপছন্দ হলে সটাং জানিয়ে দেয়।
কিন্তু আজ কবিতা লিখতে না পারলে
আমি কি পাগল হয়ে যাব,
ভয়ঙ্কর নিষ্ঠুরের মতো যদি আজ কবিতা
আমাকে তোমার মত ছেড়ে চলে যায়,
তবে নিষ্প্রাণ পুতুল হয়ে বসে থাকব আমি,
জানিনা এই অন্ধকার থেকে আলোয় ফিরব কবে?