আমার অপরাধ শুধু আমার মনেই থাক,
জ্যোৎস্নায় ভরা হোক তোমার জীবন,
আমার মনেতে শুধু বেদনা জাগায়।
আমি নিজেই জ্বেলেছি আগুন আর
আমার অন্তর পুড়ে খাক।
তুমি ফুল হয়ে ফুটেছিলে,
আমি ঝড় হয়েই করেছিলাম ভুল।
কেন জেগেছিল মনে এত আশা,
কেন জেগেছিল মনে এত সাধ।
তুমি আলেয়ার মত এসেছিলে,
আমি প্রাণপণে ছুটে দিশাহারা।
রাতের আঁধারে আমার অশ্রুর রেখা,
তাতে ছিল সব গোপন লেখা,
সে লেখা না হয় মুছে যাক।
তবু ফিরি নিয়ে দুঃখের পসরা,
নিজের ভিতর খাই ঘুরপাক।
আমি তো চাইনি কোন প্রতিদান,
শুধু রয়ে গেছি নির্বাক।
কত ফুল যায় ঝরে,
প্রতি নিশীথ রাতের পরে,
তেমনই এ স্মৃতি লোপ পাক,
আমার অপরাধ শুধু আমার মনেই থাক।