রাত্রির তৃতীয় প্রহরে,
আমি অবিন্যস্ত স্বপ্নগুলোকে
গুছিয়ে রাখি টেবিলে,
দগ্ধ মনে স্মৃতিগুলো ফিরে আসে,
আমি কখনো এটা ভুলি,
তো কখনো ওটা ভুলি।
স্বপ্নগুলোকে মনে হয়
পুরোনো যুগের প্রস্তর মূর্তির মত,
যতই সাজিয়ে গুছিয়ে রাখতে চেষ্টা করি,
ততই যেন এলোমেলো হয়ে যায়।
দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাই,
অতীত চেরা আলোর ঝলকানিতে
ভেসে ওঠে তোমারই মুখ।
আমার ওষ্ঠের ব্যাকুল তট জুড়ে
স্তব্ধ হয়ে থাকে কথা,
আর তোমার দৃষ্টিতে বিস্মিত হৃদয়ে,
আমারই অন্তরে আমার অঞ্জলী
অর্ঘ্য দেয় মেলে।
জানিনা এ অর্ঘ্য অসার হয়ে যাবে কিনা,
তবুও তোমার চোখের কুহক জাল
আমার হৃদয়ে আদিম মদিরতা আনে।