আমার শ্বেতপাথরের বাঁধানো বারান্দায়
দাঁড়িয়ে থাকি আর দেখি আকাশের দিকে,
একটা জমাট বাঁধা সাদা মেঘ যেন
এক অদৃশ্য স্বপ্ন হয়ে আকাশে ভাসছে।
যখন হাত বাড়ায় ঐ মেঘের দিকে,
তোমাকে প্রবল মনে পড়ে।
আমি অপেক্ষায় থাকি কখন
স্বপ্নময় মেঘের অন্তরাল থেকে
তোমার অস্তিত্ব হবে গুঞ্জরিত।
আমার বারান্দা যাবে ফুলে ফুলে ছেয়ে,
আর পাখিরা গান গাইবে,
আর তোমার পায়ের ছাপ
জেগে উঠবে শ্বেতপাথরের মেঝেতে।
আমার বুকের মধ্যে ঝাঁক ঝাঁক পাখি ওড়ে
আর এক অলৌকিক সুর
বাজতে থাকে আমার হৃদয়ে।
তবু ভয়ে ভয়ে থাকি যদি
এই মেঘ ডুবে যায় স্তব্ধতায়,
ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে এক কোণে,
তাহলে আমার জীবনে আজ কি হবে।