আমার ভয় অন্যরকম,
ঠিক তোমাদের মত নয়।
তোমরা ভয় পাও অনেক অনেক
গাড়ির ভিড়ে বড় রাস্তা পেরোতে,
তোমরা ভয় পাও বোমা, গুলিকে,
যদি তোমাদের আঘাত লাগে।
তোমরা ভয় পাও আগুন দেখে,
যদি তোমাদের সবকিছু জ্বলে যায়।
তোমরা ভয় পাও করোনা মহামারীকে,
যদি তোমরা আক্রান্ত হও।
তোমরা ভয় পাও চোর ডাকাতের,
তোমাদের ভয় অনেক কিছুর।
আমার এ ভয় অন্যরকম,
আমার এ ভয় নিজের ভিতর,
আমার এ ভয় মুখ দেখার আয়নাকে,
আমার ভয় বাইরের কোনো শত্রুকে নয়।
আমার ভয় শুধু তোমার চোখে
নিজেকে হারানোর ভয়,
কারণ তোমার চোখেই তো আছে
আমার ভালবাসার সবুজ ঠিকানা।