আমারই কাঁটার ঘায়ে জর্জরিত হয়ে
অকস্মাৎ কাঁদতে থাকি রাত্রিতে,
নিজেকে বানভাসা নদীর মত করে
আমার সমস্ত হৃদয় জুড়ে,
ছল ছল করে কান্নার জল,
রাত্রির স্তব্ধতাকে ছাপিয়ে উঠে,
হয়ে যায় এক অন্তহীন প্রপাত।
অন্তরের অন্তঃস্থল থেকে নিরন্তর
নির্দয় সংঘাতে হয়ে পড়ি বিপর্যস্ত,
নিজেকে ছিঁড়েখুরে দিই কষ্ট,
ঠিক জানিনা কিসের জন্য, নিজেকে
অহেতুক অকারণ অবিরাম ভাঙতে থাকি।
যখন আমার বুক চিরে পাথর চাপা
কান্নার জল হটাৎ বেরিয়ে আসে,
নিজেরই অন্তর্গত শীতে কাহিল হয়ে
বড়ো অসহায় লাগে নিজেকে।
তবু সরাসরি যদি বলি আজ,
আমার মনের ভার ঘুচে যাবে,
দিশাহারা আহত পাখির মত করে,
জীবন্মৃত, নির্বাসিত, একা আমি
ডানা ঝলসিয়ে উঠি কবিতায়।