আমি একটা স্বপ্ন দেখি,
কোন এক নির্জন প্রান্তর,
সবুজ ঘাসে ভরা বিশাল মাঠ।
তারই একপ্রান্তে একটা কদম ফুলের গাছ,
নিচে থাকবে ছোট্ট একটা কুটির,
সামনে কালো জলের দীঘি।
যেখানে তোমাকে হারানোর ভয় নেই,
সন্ধ্যাবেলা বইবে শীতল বাতাস।
আমরা দুজন বসবো দীঘির পাড়ে,
পরস্পরের আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে,
কিংবা হাতে থাকবে হাত,দুজনে
চোখে চোখ রেখে কথা বলব মন খুলে।
জানি এমন কাব্যকথার দেশ কোথাও নেই,
আমরা দুজন মিলব যেখানে।
তুমি আর আমি থাকব এই শহরেই,
যে যার এসি রুমে, শুয়ে কিংবা বসে,
আধুনিক সভ্যতার বিলাসে ডুবিয়ে নিয়ে।
হয়তো কখনও আবার দেখা হবে,
হাজার মানুষের ভিড়ে,অথবা একলা কোথাও,
হয়তো বলব অনেক কথায়,
কিন্তু আসল কথাটি, আর কখনই,
আর কখনই হয়তো বলা হবে না।