আমি তো আমার একাকীত্ব ছেড়ে
চলে যেতে চাই একলা কোথাও,
বহুদূরে কোন বিস্তীর্ণ খোলা মাঠ
বা কোন বনে কিংবা উপবনে।
কোন মানুষের মুখ না দেখে
শুধু প্রকৃতিকে যেন আশ্রয় করে,
গাছপালা আর পাখিদের গান শুনে।
আকাশের তারাগুলি আর আমাদের
স্মৃতিগুলোর মত ছেঁড়া মেঘেদের সাথী করে।
যত যায় হোক, আস্তানা বাঁধব
অন্য কোন কোথাও, এই শহর ছেড়ে,
এই শহরের ভিড়,প্রবঞ্চনা আর
কবিতার পাট ছেড়ে, এই স্থান ত্যাগ করে।
কারা যেন বিস্তর কাঁটা ছড়িয়ে রাখে
আমার চলার পথের মাঝে,
রক্তাক্ত আমিকে দেখে উৎকট ভঙ্গিতে
নাচতে থাকে জীবন্ত মানুষের দল।
আমাকে দেখায় কত সুখী তারা,
আর শ্মশানের পুড়ন্ত শবের গন্ধ আসে।
ক্লান্তির নাছোড় আঙ্গুলগুলো যেন
চেপে ধরে গলা, দম বন্ধ হয়ে আসে,
আমি মাথা নীচু করে অন্ধকারে
নিশ্চুপ হয়ে চলতে থাকি,
অন্ধকার বিলীন হয়ে নতুন ভোরে
শিশির ভেজা ঘাসে পা রাখবার আশায়।