অন্ধকারে আমি অন্ধের মতো করে
কি যে খুঁজতে থাকি সারাক্ষণ,
জীবনের সব পুঁজি সম্বল করে
আমার এই কবিতার আস্তানায়।
অন্ধকারে জ্বলজ্বলে চোখ নিয়ে
অজস্র নেকড়ে যেন ঘিরে ধরে আমায়,
আমার স্বপ্নগুলোকে ছিড়ে খায়
অসম্ভব কোন এক হিংস্রতায়।
জানিনা কখনও কি হবে ভোর,
কেউ কি এসে খুলবে দুয়ার।
প্রাণের তৃষ্ণায় কেঁদে ফিরি দিবানিশি,
জানিনা কাকে পেতে চাই আমি
মিটবে কি এই হাহাকারের ক্ষুধা।
আর্ত ক্লান্ত চোখে অন্তিম আকাশ
আর সমুদ্রের ঘন নীল জলের
নির্বোধ আশায় মজে না আর মন।
তবুও খুঁজে চলি মেঘেদের দঙ্গল থেকে
নেমে আসা স্বস্তির বৃষ্টির ফোঁটা,
কখনও খুঁজি ডাইনে, কখনও বামে,
শুধু খুঁজে চলি হৃৎপিণ্ডের মতো কিছু,
অথবা অন্য কোন থর থর প্রাণী,
যা ভয়ে চোখ বুজে লুকিয়ে আছে
আমারই বুকের পাঁজরের ভিতরে।