আমার তো এখন থামলে চলবে না,
কারন, মাঠ ভরা পাকা সোনার ধানের মত
আমার সামনে এখনও রয়েছে
জীবনের অবিরাম সম্ভাবনার সোনালী ভান্ডার।
অথচ আমি এখন থামতে চাই,
এক একাকী নিঃসঙ্গ রাতের
থমথমে নিস্তব্ধতার মতো আমার মধ্যে
জেগে উঠেছে এক পরাজিত, আহত,
দেহে মনে ক্ষত বিক্ষত সৈনিকের মত
শৃঙ্খলিত জীবনের মর্ম ঘাতী যাতনা।
যেন এক অদৃশ্য, অস্বাভাবিক অস্থিরতা,
এক ভয়ানক হাহাকার যেন
আমার বুকের উপর আছড়ে পড়ে
সমগ্র পৃথিবী, সমস্ত চরাচর কাঁপিয়ে।
আমার সহস্র স্বপ্ন, যারা কোনদিন
ঘোড়া হয়ে ছুটতে পারে নি কোনদিকে,
পাথরে চাপা থাকা আমার নিবিড় প্রেম,
যা কোনদিন প্রবাহিত হতে পারে নি,
পাহাড়ী ঝর্নার মত দৃশ্য থেকে অদৃশ্যের দিকে।
আমার বুকের মধ্যে জেগে ওঠে
যেন শত শতাব্দীর নীল আর্তনাদ,
যেন এক অসম্ভব বিপুল বন্যার মত
ভেসে যায় আমার সমস্ত অস্তিত্ব।
আমার হাতের মুঠি শিথিল হয়ে আসে,
তাই, এখন আমি একটু থামতে চাই।