আর কোনোদিন দেখা হবে না,
দেখা হবে না তোমার সাথে আমার
অথচ আমরা দুজন থাকব এই শহরেই।
তুমি হয়তো থাকবে উত্তরের কোন প্রান্তে
আর আমি হয়তো থাকব দক্ষিণে।
তবু কোনোদিন আর দেখা হবে না,
একদিন তোমার রঙেতে রাঙিয়েছিলে আমাকে
নাকি রাঙিয়ে ছিলাম নিজেকে আমি।
তোমার মাধুরী আমায় করেছিল দিশাহারা
আমার আকাঙ্ক্ষা ছিল তোমার প্রেম,
তোমার অপ্রেম তা চুর্ন করে দিয়েছে।
হয়তো কয়েক বছর পরে
আমি ভুলে যাব তোমাকে,
ঝাপসা হয়ে যাবে তোমার সব স্মৃতি
কারণ তোমার সাথে আর দেখা হবে না।
আমি যাবনা কোন রেস্তোরায়,
অথবা যাবনা কোন বইমেলায়
যেখানে আমাদের দেখা হতে পারে।
তাই আর কোনদিন, কখনও,
তোমার সঙ্গে আমার দেখা হবে না।
যদি কোন বৃষ্টির রাতে তোমায় মনে পড়ে,
তবে চিৎকার করে বলব দেখ,
তোমাকে ছাড়ায় কত ভাল আছি আমি
আমার কষ্ট গুলো কত সুখে আছে।