আমি চেয়েছিলাম সামান্য কিছু,
না পাওয়াতেই তা পেয়েছে পূর্ণতা।
গহীন রাতের ঘন নীল আকাশে
আমার স্বপ্নগুলো নক্ষত্র হয়ে ভেসে ওঠে।
কিন্তু আমি তো চেয়েছিলাম জ্যোৎস্নার প্রলেপ,
তুমি বললে, নক্ষত্রই তো ভালো,
নক্ষত্রে কলঙ্কের দাগ নেই।
আমি বললাম ভুল করছো,
নক্ষত্রে কলঙ্ক রাখবার জায়গা নেই।
তুমি পূর্ণশশী,আমি চেয়েছিলাম
তোমার সামান্য একটু খণ্ডাংশ।
আমার না পাওয়াতেই তো চাঁদের পূর্ণতা।
কোন এক অমানিশার রাতে
তোমার কাছে আমি চাইলাম অবহেলা,
তুমি বললে, একি চাওয়া সর্বনাশা?
আমি তা দিতে পারব না, কারণ
অবহেলার পূর্বরাগই তো ভালোবাসা।