বুকের ভিতর সমস্ত অসমাপ্ত,
অতৃপ্ত ইচ্ছেগুলোকে নিয়ে আমি
জেগে থাকি কত বিনিদ্র রাত,
চেয়ে চেয়ে থাকি নিজের দিকে
আর দ্বিধাগ্রস্ত মনে ভাবি সত্যিই কি আজ
সব কথা শেষ হয়ে গেছে,
শেষ হয়ে যায় সব কথা?
উৎকণ্ঠার ধ্বনিরা আঘাত হানে বুকে,
পরাজিত প্রেম এনে দেয় বেদনার বোধ,
তাকে আলিঙ্গন করে ভাষাহীন চোখে
তাকিয়ে থাকি আকাশের দিকে,
জানিনা আকাশকে পেতে চাই,
নাকি আকাশের নীলিমাকে?
এত গান, এত হাসি নিয়ে আছ তুমি,
আর আমি নিশ্চুপ হয়ে বসে থাকি।
অভিলাষী মন মুখর হয়ে ওঠে প্রত্যাশায়,
আমি একা একা খেলি শব্দ নিয়ে,
আর কতদিন, কতটা জীবন,
এই ভাষাহীন নির্বাক চোখে চেয়ে থাকব
আর কতকাল ধরে তোমার অপেক্ষায়।
কে কার অভিমানে পুড়ে খাক হব,
কবে তুমি এসে খুলবে দুয়ার?