আজ আমার বুকের এই দুরন্ত আগুন আমি
নেভাতে পারি এত চোখের জল আমার নেই,
যে সমস্ত শব্দগুলো প্রজাপতির মতো
উড়তে থাকে আমার চারপাশে
আমার কবিতার বাক্যবন্ধ হওয়ার জন্য,
একঝাঁক পাখির মত কলরব করতে থাকে,
তারা যেন পুড়তে থাকে আমার বুকের আগুনে।
আজ আমার হৃদয়ে আর কোন জায়গা নেই,
সমস্তটা জুড়েই নিরবিচ্ছিন্ন তুমি।
শুধু তুমিময় হয়েই আছে আমার জীবন,
অব্যক্ত থেকে যায় আমার শব্দাবলী,
দিন ও রাতের ঠিক মাঝখানে
আমন্ত্রণ আর অবহেলার মাঝখানে,
পাওয়া আর না পাওয়ার আশা আশংকায়।
আমি চোখ বন্ধ করে বসে থাকি
সময়হীনতার অন্ধকারের মধ্যে,
অপেক্ষায় থাকি কখন তুমি এসে
অনাবিল হেসে মুক্ত করবে আমায়,
আকাশ আসবে নেমে আমার জীবনে
তোমার অপরূপ হাতের ছোঁয়ায়।