আচ্ছা, তুমি যদি হঠাৎ একদিন,
হুট করে এসে বল আমাকে,
আমি তোমায় ভালবাসি, চলো,
যেদিকে দুচোখ যায়, চলে যায়।
তখন কি বলব আমি তোমাকে?
অথচ একদিন তো এমনই ছিল,
সকাল থেকে দুপুর,সন্ধ্যা, রাত,
পৃথিবীর সমস্ত লাল গোলাপ
তোমার জন্যেই ফুটে উঠেছিল।
তুমি তো অসাধারণ, সুদর্শনা,
তোমার মধ্যে আছে অথৈ সম্ভাবনা,
আমার সাথে চুকিয়ে ফেল সব বিড়ম্বনা।
তুমি তো তোমার, তুমি যার তার,
তুমি যেখানে যেতে চাও,যাও,
আমি না হয় পথ হয়েই পড়ে থাকব,
তোমাকে না ছুঁয়েই তোমার ছোঁয়া পাব।
তোমাকে আমি নাই বা দিলাম
আজ ভালবাসার পূর্ণ অধিকার,
আমার যন্ত্রনা তো অতি সাধারণ,
তবুও নিয়ন্ত্রণহীন হিমেল অনলে
বাড়িয়ে তুলনা অপরিশোধ্য ঋণ।
না হয় থাকুক, এক অস্পষ্টতার কষ্ট,
তবুও নিজেকে তুমি করে তুলনা,
আর আজ, আমার নিঃসঙ্গতার সতীন।