আমাকে ডাকছে রাতের আকাশের নক্ষত্ররা,
আমাকে ডাকছে নীল সমুদ্রের জল।
আমাকে ডাকছে নির্জন বনভূমি,
তার মাঝে হারিয়ে যাওয়ার জন্য।
আমাকে ডাকছে একটি সাদা কাগজ,
তাতে একটা কবিতা লেখার জন্য।
আমাকে ডাকছে অনন্য একটি আয়না,
যাতে শুধু তোমার প্রতিবিম্ব দেখা যায়।
আমাকে ডাকছে নীল আকাশের চাঁদ,
তার কলঙ্ক মুছে দেওয়ার জন্য।
আমাকে ডাকছে একটি ছোট্ট সাদা ফুল,
তার সুগন্ধ উপভোগ করার জন্য।
আমাকে ডাকছে অবিরাম চলা পথ,
তার ধুলো পায়ে মাখার জন্য।
কিন্তু আমি এখন একটু দাঁড়াব, কারণ
তুমি তো আমায় এখনও ডাকলে না।