এ কেমন জটিল অসুখ আমার
চোখ শুধু তোমাকেই দেখতে চায়।
ধীরে ধীরে পুরানো বাড়ির সর্বাঙ্গে
যেমন বটের শিকড় জড়িয়ে ধরে
ঠিক তেমন করেই আমার
সমস্ত অনুভবকে গ্রাস করে এই অসুখ।
প্রতি মুহূর্তে যন্ত্রনা দিয়ে চলে আমাকে,
অথচ আমাকে ভেঙে চুরমার করে দেওয়ার
স্বাধীনতা তো তোমাকে কবেই দিয়েছি আমি।
যদি পারো, কাঁচের আয়নার মত
ভেঙে দিয়ে যাও আমার হৃদয়।
আমি বলব না কোন কথা,
হয়ে থাকব তোমার না পড়া কোন বই।
আমার স্বপ্নগুলোকে ভাঙতে পেরেছ,
শর্তহীন দুঃখের বিনিময়ে আজ তুমি
যদি পারো ভেঙ্গে দাও এই নীরবতা,
আমার হৃদয়ে লালন করা
তোমার স্মৃতিগুলোর যন্ত্রণার কাতরতা।