জানি আমার মৃত্যুর খবর পেয়ে
তুমি ছুটে আসবে না আমার নি:স্পন্দ,
দুঃসহ শীতল লাশের কাছে।
ধারণ করবে না কোন শোক বস্ত্র,
হয়ত দূরে কোথাও দাঁড়িয়ে তোমার
উদাস দৃষ্টি ছড়িয়ে দেবে সুদূর আকাশে।
তোমার মনের আকাশ সীমানা জুড়ে হয়ত
ছেয়ে যাবে শোকের কালো মেঘ।
আমার কিছু কবিতা হয়তো উড়ে যাবে
তোমার দিকে অশরীরী মূর্তি নিয়ে,যেমন করে
আমি ছুটে যেতে চাইতাম তোমার দিকে।
কিছুকাল পরে যখন আবার সব কিছুই
স্বাভাবিক হয়ে যাবে তখন মাঝে মাঝে
হোয়াটসঅ্যাপে কোন মেসেজ এলে
হয়তো তোমার হৃৎস্পন্দন যাবে বেড়ে।
আরো অনেক অনেক দিন পরে
তুমি আবার মেতে উঠবে বন্ধু সম্মেলনে,
কাউকে পাঠাবে কোন শুভেচ্ছা বার্তা
কোন শুভ দিনের বা কোন উপহার।
গুলজার আড্ডায় উল্লসিত হয়ে ক্লান্ত শরীরে
ঘরে ফিরে এসে দাঁড়াবে আয়নার সামনে,
ধূসর স্মৃতির মত মনে পড়বে
এক অর্ধ উন্মাদ অতৃপ্ত কবির কথা,
যে মশগুল ছিল শুধু তোমারই তারিফে,
ভারী হয়ে উঠবে তোমার নি:শ্বাস,
বেড়ে উঠবে তোমার হৃৎস্পন্দন একটু হলেও
সেদিনই চির অমরতা লাভ করব আমি।