তাকে ঠিক বুঝিনা,
কখনো সে রজনীগন্ধা,
কখনো সে মরুভূমির শুষ্ক বালি,
কখনো সে সকালবেলার শিশির ভেজা স্নিগ্ধ ঘাস,
কখনো বা লাস্যময়ী, কখনও নীরবতার দীর্ঘশ্বাস।
কারণ সে মায়াময়ী,
নি:সঙ্গ একাকী মধ্যরাতে
তার মানবীর অবয়ব ভেসে ওঠে
হৃদয়ে জন্ম নেয় এক বোধ,
মুখর হয়ে ওঠে কবিতা,
রাত শেষে সব বিবর্ণ ঝরাপাতা।