আমি আছি পান্না নামের বনে,
চারিদিকে ছড়িয়ে খয়ের গাছ।
প্রাচীন রমণীদের ওষ্ঠরঞ্জনার একমাত্র সাধন,
তাহাদের বলি, এই জীবনের পথে
আমি অনেক হয়েছি তোমাদের সাথী।
হাজার হাজার সবুজ পাতা
আকাঙ্খার গান গায়, বনের ফুল ফল
জাগিয়ে তোলে কামনার আশা।
সুর্যের আলো ম্লান হতেই অদূরে
গাছতলায় তোমাকে দেখতে পাই,
প্রত্যাশার বাইরেই ছিল ব্যাপারটা
পরক্ষনেই দৃশ্য মুছে যায়।
চোখে পড়ে একটি প্রজাপতির চঞ্চলতা,
রাত্রি নেমে আসে পৃথ্বী জুড়ে।
নির্জন পালঙ্কে তুমি ঘুমিয়ে আছ
যেন শেষ প্রহরের শশী।
আমি চোখ মেলে চেয়ে থাকি,
আমি ক্লান্ত চোখে চলে গেছি বহুদূরে,
তুমি দেখনিকো, বোঝনিকো
আমার পলাতকা প্রিয়া।